জলধি / Translation / মৃদুল শর্মার তিনটি কবিতা
Share:
মৃদুল শর্মার তিনটি কবিতা
গান শেষ হওয়ার পর
ঘুমিয়ে থাকাই ভাল
ভাল ঘুমের জন্য বাজারে
ভাল ঔষধ পাওয়া যায় আজকাল
 
এটিএমগুলো
চব্বিশ ঘন্টাই খোলা থাকে
খোলা থাকে ওয়াইন শপগুলো
 
ভাল করে ঘুমাতে পারাটাই আসল চ্যালেঞ্জ।

একা একা আসতে থাকা সূর্যকে দেখে

একা একা আসতে থাকা

সূর্যকে দেখে

দীর্ঘদিনের হতাশা পূরণ

করবে বলে

ছুটে

এল

কালো মেঘ

তারপর

বিশ্ব জুডে় বিপর্যয়

অন্ধকারকে

সাময়িক আলো দিয়ে স্বাদ করার

বাসনার ঝড় বয়ে যায়

শিলাবৃষ্টি এবং ঘূর্ণিঝড়ে

থরথর কম্পিত

সমস্ত প্রাণী

এতকিছুর পরও আবার বেরিয়ে এল সূর্য

স্থিতপ্রজ্ঞ

প্রাজ্ঞ

ধ্রুব৷


তারা আঁকেন তিনি

তারা আঁকেন তিনি

সারারাত

জেগে থেকে

সুখের তারা

দুঃখের তারা

গাছের পাতায় চকচকে তারা

ঝরা পাতায় অনুজ্জ্বল তারা

কান্নার তারা

সুখের তারা

দুঃখের তারা

জাগ্রত তারা।



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন