সুহৃদ সাদিক

সুহৃদ সাদিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যয়নরত৷

প্রাবন্ধিক হলেও, সৃষ্টিশীল সাহিত্যের প্রতিও তার রয়েছে ঐকান্তিক আগ্রহ৷ শব্দঘর, পরানকথা, নতুন এক মাত্রা, পরানকথা, শ্যামলিমা, কালের ধ্বনি প্রভৃতি সাহিত্য পত্রিকায় তার বেশ কিছু প্রবন্ধ প্রকাশিত হয়েছে৷ জসীমউদদীনের উপর লেখা একটি গবেষণাধর্মী প্রবন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ কর্তৃক সুপারিশকৃত ' বাংলা ও বাঙালির কবি জসীমউদদীন ' শীর্ষক স্মারকগ্রন্থের অন্তর্ভুক্ত হয়েছে৷ মাত্র ১৯ বছর বয়সে আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতায় দেশের মধ্যে প্রথম হয়ে অর্জন করেন আবুল মনসুর আহমদ স্মৃতি পুরস্কার ২০২০৷ এছাড়া বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের উপর কাজ করে একাধিকবার বৃত্তি লাভ করেছেন৷ ইত্তেফাক, জনকণ্ঠ, যায়যায়দিনসহ বেশ কিছু জাতীয় দৈনিকে বেশ কিছু কলামও লিখেছেন তিনি। তাঁর কাব্যগ্রন্থ ' উন্মার্গগামীর আত্মকথন' আগামী বইমেলায় প্রকাশের অপেক্ষায়৷

Social Media:


সুহৃদ সাদিক এর লেখাসমূহ