আলী সিদ্দিকী

কবি, কথাসাহিত্যিক ও সম্পাদক, মনমানচিত্র

চট্টগ্রাম শহরের রামপুর ওয়ার্ডে জন্ম ১৯৬১ সালে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাষ্টার্স। যুক্তরাষ্ট্রের ডেভরাই ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্টের উপর মাষ্টার্স অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করেন। বর্তমানে  যুক্তরাষ্ট্রের  পেনসেলভেনিয়ায় বসবাস করছেন এবং বেসরকারী সংস্থায় কর্মরত আছেন।

নব্বইয়ের দশকে সামরিক শাসনপীড়িত সময়ে এবং গণতান্ত্রিক সংগ্রামের আবহে মূলধারার সম্পৃক্ততায় কবিতা ও কথাশিল্পের ভুবনে বিচরণ শুরু। শেকড়ঘনিষ্টতা, জাগৃতি, বোধ আর মননের নিগূঢ়তায় গড়ে তোলেন সাহিত্যবোধের জীবনসম্পৃক্ততা। মানবজীবনের বিভিন্ন স্তরের মানুষের বিচিত্র সম্পর্কের গ্রন্থি- আন্তব্যক্তিক সম্পর্ক, ব্যক্তি ও সমাজকেন্দ্রিক মানবিক মূল্যবোধ, প্রাত্যহিক জীবনের দ্বান্ধিকতা তার লেখনীর প্রতিপাদ্য বিষয়। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জটিল ও দুঃখময় জীবন সংগ্রাম তার গদ্যের জীয়নকাঠি। ধর্মীয় কুপমুন্ডকতা, অন্ধত্ব আর অমানবিকতার বিরুদ্ধে এবং প্রগতিশীল মানবিক মুক্তচিন্তারর স্বপক্ষে সোচ্চার তার লেখনী। সুদীর্ঘ সময় মুক্তবুদ্ধির র্চ্চায় সম্পৃক্ত থাকলেও প্রথাবিরোধী লেখক হিসেবে তিনি বরাবরই প্রচারবিমুখ।

 প্রকাশিত গ্রন্থসমূহ হলোঃ

১. শঙ্খসোহাগ (গল্প-শৈলী প্রকাশন, ২০০০)

২. নীলমনি (গল্প-পূর্বা প্রকাশন ২০০২)

৩. আসুন, সত্যবাদীদের অভিনন্দন জানাই (প্রবন্ধ-সন্দেশ প্রকাশন ২০০৪)

৪. প্রলম্বিত আঁধার (উপন্যাস-সন্দেশ প্রকাশন ২০০৫)

৫. রাজেশ্বরীর দায় (গল্প-বলাকা প্রকাশন ২০০৬)

৬. তিমিরানন্দে বাংলাদেশ (প্রবন্ধ-বলাকা প্রকাশন ২০০৬)

৭. পলিমাটির পাঁচালী (প্রবন্ধ-বলাকা প্রকাশন ২০০৯)

৮. মেঘদ্রোহী সূর্যসখা (কবিতা-বলাকা প্রকাশন ২০১০)

৯. প্রতিপক্ষকাল (উপন্যাস-বেহুলাবাংলা ২০১৭)

১০. মনোময় (কবিতা- বেহুলাবাংলা ২০১৯)

১১. ঘোরবন্দী (গল্প-শুদ্ধপ্রকাশ ২০১৯)

১২.অন্ধশিকার (গল্প- পাঞ্জেরী ২০২০)

১৩. ষষ্ঠশরের গীত (কাব্যগ্রন্থ-খড়িমাটি ২০২১)

১৪. মায়াকাঞ্চন মালীর পৌরাণিক উনুন (কাব্যগ্রন্থ- আপন আলো ২০২১)

১৫. মানুষই আহার্য, ধর্মাবতার! (কাব্যগ্রন্থ - স্বদেশ শৈলী - ২০২২)

 

 

Social Media:


আলী সিদ্দিকী এর লেখাসমূহ