জলধি / কবিতা / আলী সিদ্দিকীর তিনটি কবিতা
Share:
আলী সিদ্দিকীর তিনটি কবিতা
শব্দপ্রতিবন্ধী সমকাল

 

কারো ডাকার কথা ছিলো না, ডাকেও নি।

তবু শুনি কেউ যেন ডাকে ঝিঁঝিঁর মতো

ঘুনপোকার মতো কিংবা দূরে মিলিয়ে যাওয়া

নদীর মিহি কান্নার মতো

নিশীথ দীর্ণ করা নৈঃশব্দের মতো-

পাঁজরে, মজ্জায়, হৃদপিন্ডে।

 
কারো অপেক্ষার কথা নয়, নেইও জানি।

অথচ সারাক্ষণ মনে হয় পাতায় লেগে থাকা

রোদের ছায়ায়, পথের বাঁকে উবু হয়ে থাকা

গাছের মৌন আড়ালে কিংবা

আমারই ছায়ার প্রতিবিম্বে হাঁটে কেউ-

অলীক অবয়বে, মায়ায়।

 
ডেকেছিলো যারা এখন তারা শব্দপ্রতিবন্ধী

রাতদিন হাতড়েও একটা শব্দ পায় না খুঁজে

শুনি সবাই এখন নাকি নিরুদ্দিষ্ট, লাপাত্তা

হয়তো ঝড়ের পিঠে চড়ে পালিয়েছে

কিংবা পাহাড়ের নীরবতায় গুম-

নিভাঁজ সময়ের ফসিল।

 
আমি চিৎকার করে ডাকি, প্রতিদিন ডাকি।

কি বলে ডাকি কিংবা কি নামে ডাকি সেটা

অবশ্যই বিবেচ্য নয় এবং ছিলো না কখনো

সাড়া না পেয়ে বুঝি কেউ শোনে না

শোনার কথাও নয় কারো এখন-

শব্দরা উড়ে গেছে বহুকাল।


ঝড় হয়ে নাচি

 

ঝড়ের ভেতর মুখ ডুবিয়ে বসে আছি।

ঝড় যেন এক তুমুল আলিঙ্গন- বেদনা-

সুখের, মৃত্যুময়।

হৃদয় নিংড়ানো তার হাহাকার ধ্বনি – অনতিক্রমণীয়

এক প্রতাপশালী ঢেউ- এক রুদ্ধশ্বাস প্রলয়ের

বুকফাটা আর্তচিৎকার- যেন অনন্য এক

হন্তারকের উন্মত্ত নৃত্য-

আকাশ মথিত করে ছুটে আসা এক

অবিনাশী বজ্রনির্ঘোষ।

পাঁজরের হাঁড়গুলো গুড়ো হয়ে ঝরে পড়ে- তোমাকে

ছুঁয়ে প্রাণ পাওয়া আঙুলগুলো ভাঙে

শুকনো কাঠির শব্দে-প্রখর নখরে

খুবলে নেয় তোমার চুমুমগ্ন ঠোঁট জোড়া-

তোমার আঙুলের স্পর্শে নিবিড় ঘন হয়ে ওঠা

চুলগুলো তুলে নেয় ছোঁ মেরে- তোমাকে

আলিঙ্গনের প্রিয় বামহাত মুচড়ে দেয়-অবশেষে

তোমাকে ধারণকৃত হৃদয় ছিন্ন করে নেয়।

ঝড়ে মুখ ডুবিয়ে আছি-ঝড় হয়ে নাচি।


মুখোশের খেলাঘর

 

মশালের আগুন নিভিয়ে দেয়া হয়েছে

ধোঁয়ায় আছে রক্ত আর বারুদের গন্ধ

রাজপথের নীচে জেগে উঠেছে সরীসৃপ

সাপ আর নেউলের হলো নতুন সম্বন্ধ।


মানুষ শোষণের নানাবিধ কলাকৌশল

মানুষেই তৈরি করে নিজস্ব কারখানায়

ক্ষমতা আর বলদর্পে অন্ধ সে আগ্রাসী

জানে না আদৌ যাবে কোন ঠিকানায়।

 
ভালোবাসাবাসি শুধুই লোক দেখানো

তলে তলে শানায় সে রক্তপিপাসু ছুরি

যার যার পাতে সে সেই টানে সবকিছুই

প্রণয়ের ব্যাকরণে বাগবিধির জোচ্চুরি।

 
হাসি সবার মসৃণ বটে দেখতে ঝকঝকে

দু'চোখে নাচে মালিন্যহীন গাঢ়  স্বচ্ছতা

মনের ভেতর কোন খিচুড়ি বোঝা দুষ্কর

আপনের খাপে লুকানো গহীন শত্রুতা।

 

আদিখ্যেতা দেখিয়ে কে ঢালে বিষ মুখে

কোন কোন জোট সবকিছু যে নেয় লুটে

অগাবগা জন দাঁড়িয়েই থাকে একপাশে

জোড়াতালি খেলায় মানবতা ব্যাকপুটে।



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন