আদ্যনাথ ঘোষ
পাবনা জেলার সুজানগর উপজেলার অন্তর্গত গ্রাম হেমরাজপুর এ ১৯৭৩ খ্রিস্টাব্দের ০২ জানুয়ারি জন্মগ্রহণ করেন। পিতার নাম বীরমুক্তিযোদ্ধা সন্তোষ কুমার ঘোষ এবং মাতার নাম নিভা রানী ঘোষ। ছোটবেলা থেকেই কবিতা লিখছেন। পেশায় শিক্ষক। নেশায় লেখক।
প্রকাশিত কাব্যের সংখ্যা দশটি। কাব্যগুলোর নাম: ‘আলোর রেখা’, ‘লাল নীল শাড়ির আঁচল’, হৃদয়ে উতল হাওয়া’, ‘জন্মভূমি তুমি মাগো’, ‘আমি তোমাদেরই একজন’, ‘উত্তরের জানালা’, ‘ভোরের পাখি’, ‘স্বপ্নবালিকা’, ‘বিধিলিপি মন’ ও ‘একমুঠো স্বপ্নের রোদ্দুর’। প্রথম কাব্য ‘আলোর রেখা’। বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় কবিতা ও প্রবন্ধ লিখে থাকেন। কালি ও কলম সাহিত্য পত্রিকাসহ বিভিন্ন লিটল ম্যাগ ও ম্যাগাজিনে তিনি নিয়মিত লেখেন ।
Social Media:
আদ্যনাথ ঘোষ এর লেখাসমূহ
আদ্যনাথ ঘোষ
August 12, 2021
792