ঝিনাই নদীর সন্তান হেমন্ত হাসান এর জন্ম ২৬ মার্চ, টাঙ্গাইলের গোপালপুরে।
তার প্রথম কিশোর উপন্যাস বন্ধু বাহাদুর অক্ষরবৃত্ত প্রকাশন কর্তৃক আয়োজিত প্রতিযোগিতায় সেরা পান্ডুলিপি ২০২০ হিসেবে নির্বাচিত হয়। 
 প্রকাশিত গ্রন্থ চারটি। 
উপন্যাস- অনন্ত আগুন, 
কিশোর উপন্যাস- বন্ধু বাহাদুর  
কিশোর উপন্যাস- আহত ডানার পাখি
গল্পগ্রন্থ- যে নদী হারায় স্রোত ।
বৃষ্টি, নদী এবং সমুদ্র তার তিন মুগ্ধতা।