হাশিম কিয়াম
জন্ম ২০ এপ্রিল ১৯৭৭ সালে, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ডাউকি গ্রামে। বাবার নাম মোঃ কিয়ামদ্দিন মণ্ডল এবং মায়ের নাম মোছাঃ রোমেছা বেগম।
ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছেন। স্কুলজীবন থেকে লেখালেখি শুরু করলেও ২০২০ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘মহানরক’ এবং ২০২১ সালের একুশে বইমেলায় প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘স্মৃতির জলে ভাপ ওঠে’। হাশিম কিয়াম এর  তৃতীয় কাব্যগ্রন্থ ‘নীল ডায়েরির নোনতা পাতা’ ২০২১ সালের আগস্ট মাসে এবং  চতুর্থ কাব্যগ্রন্থ ‘সম্পর্কের শিকড়ে বেদনার কষ’ ২০২২ সালের বইমেলায় প্রকাশিত হয়।   
 
 
 

Social Media:


হাশিম কিয়াম এর লেখাসমূহ