হরেন্দ্রনাথ কোলে

হরেন্দ্রনাথ কোলে, এম,এ, এম ফিল। জন্ম ১৯৫৭।তারকেশ্বর ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রধান। বর্তমানে রাণী রাসমণি গ্রীন ইউনিভার্সিটির অতিথি অধ্যাপক। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত জীবনের অসংগতি, চাওয়া পাওয়া, সাফল্য ব্যর্থতা নিয়ে গড়ে উঠেছে তাঁর গল্পের জগৎ। ভাষায় তির্যকতা, শ্লেষ ও সংক্ষিপ্ততা, তাঁর রচনার অন্যতম আকর্ষণ। বিভিন্ন পত্র পত্রিকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা গল্পগুলি নিয়ে কলকাতা বইমেলায় প্রকাশিত হতে চলেছে গল্পের বই "বালতির গান।" লেখকের অন্যান্য গ্রন্থ ১।বাংলা কাব্যে সংখ্যা শব্দ। ২। অর্কপত্র (সম্পাদিত)

Social Media:


হরেন্দ্রনাথ কোলে এর লেখাসমূহ