সেলিম মোরশেদ

১৯৬২ সালের ২২ মার্চ যশোর শহরে জন্ম নিয়েছেন সেলিম মোরশেদ। স্নাতকোত্তর ইংরেজি সাহিত্যের শেষবর্ষের ছাত্র থাকাকালীন বিভাগীয় শিক্ষার বিরতি। সেলিম মোরশেদ গল্প লিখতে আরম্ভ করেছিলেন আট দশকের একেবারে গোড়া থেকে। গাণ্ডীব, অনিন্দ্য, সংবেদ, চর্যাপদ, দ্রষ্টব্য, প্রতিশিল্প, শিরদাঁড়া, জঙশন, সূর্যঘড়ি ইত্যাদি ছোটকাগজের মাধ্যমে চর্চা করে আসছেন কথাসাহিত্যের। তাঁর প্রথম গল্পগ্রন্থকাটা সাপের মুণ্ডু উপন্যাসসাপলুডু খেলাদুই বাংলায় ব্যাপক আলোচিতই শুধু নয়, গ্রন্থদুটি স্থায়ী আসন করে নিয়েছে। তাঁরকাটা সাপের মুণ্ডুসুব্রত সেনগুপ্তগল্প দুটো ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তর পাঠ্যসূচীভুক্ত। অনমনীয় নিরীক্ষাপ্রবণ কথাসাহিত্যিক  বর্তমান বাংলাসাহিত্যের বিরুদ্ধ স্রোতধারার অনিবার্য স্বাতন্ত্র্য। 

Social Media:


সেলিম মোরশেদ এর লেখাসমূহ