
ধীমান গবেষক, গল্পকার ও প্রাবন্ধিক মুহাম্মদ ফজলুল হক এর জন্ম ১৯৭৪ খ্রিস্টাব্দের ০১ জানুয়ারি। পিতা মুহাম্মদ সব্দর আলী, মাতা মোসাম্মদ রফিয়া বেগম। ছয় ভাই ও চার বোনের মধ্যে চতুর্থ। পড়াশোনা করেছেন ভৈরব কে.বি পাইলট হাই স্কুল, হাজী আসমত কলেজ, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। প্রাণিবিদ্যায়
স্নাতকোত্তর সম্পন্ন করে জেনোসাইড স্টাডিজ-এ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেছেন।
মুক্তিযুদ্ধ গবেষণার পাশাপাশি গল্প ও প্রবন্ধ লেখে সুনাম অর্জন করেছেন। জাতীয় ও স্থানীয় পত্রিকাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে নিয়মিত লিখছেন। ২০২২ খ্রিস্টাব্দে জিনিয়াস পাবলিকেশন্স প্রকাশ করে তাঁর প্রথম গ্রন্থ গণহত্যা ও শহিদ, ভৈরব ' ৭১। ভৈরব জেলা বাস্তবায়নের প্রাসঙ্গিকতা নিয়ে তাঁর সম্পাদিত গ্রন্থ ভৈরব-৬৫ প্রকাশিত হয় ২০০৯ খ্রিস্টাব্দে। তাঁর প্রকাশিত গল্প-প্রবন্ধের সংখ্যা ২৯টি। ব্যবসায় গণিত সহায়ক ও ব্যবসায় পরিসংখ্যান সহায়ক নামে শিক্ষাবিষয়ক দুইটি গ্রন্থ রয়েছে। প্রকাশিতব্য গবেষণামূলক গ্রন্থ "মুক্তির সংগ্রামে ভৈরব"।সরকারি কলেজে শিক্ষকতায় নিয়োজিত মুহাম্মদ ফজলুল হক সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবেও পরিচিত।