ফাহাদ হোসেন ফাহিম
লেখক পরিচিতিঃ
তরুণ কবি ও লেখক ফাহাদ হোসেন ফাহিম। জন্ম ২৯ শ্রাবণ ১৪০৭ বঙ্গাব্দ (১৩ আগস্ট, ২০০০) নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলায়। স্কুল জীবনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিভাগে দুইবার (২০১৩, ২০১৫) অংশগ্রহণ করে দু'বারই শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলায়। জাতীয় ত্বকী রচনা প্রতিযোগিতা ২০২০ এবং বাংলা বর্ণমালা ও বানান প্রতিযোগিতা ২০২১ এ অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন দেশ সেরাদের একজন। লেখালিখির হাতেখড়ি স্কুল জীবনেই। লিখছেন নানা বিষয়ে। স্বাচ্ছন্দ্য সম্ভোগের বিষয় কথাসাহিত্য। বইপ্রেমী সামান্য এই লেখক অবসর সময় পেলেই হারিয়ে যান সাহিত্যের বিচিত্র বারান্দায়। লেখক স্বপ্ন দেখেন, বইয়ের সংসর্গে একসময় রঙিন হয়ে উঠবে জীবন শিল্পের পরিধি, সার্থক হয়ে উঠবে সাহিত্য ও জীবনের অভিসার। বিভিন্ন সাহিত্য পত্রিকা, ম্যাগাজিন কিংবা ছোট কাগজে প্রায়ই লিখতে দেখা যায় তাকে। 'মেঘের বাড়ি', 'সাগরকন্যা (২য় খণ্ড), 'মনপ্রবাহ', 'বঙ্গবন্ধু ও বাংলাদেশ' ইত্যাদি তাঁর রচিত যৌথগ্রন্থ। কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিকের পাঠ চুকিয়ে বর্তমানে পড়াশোনা করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদে। পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছেঃ জলধি সাহিত্য সম্মাননা (গল্প-২০২১), সেরা গল্পকার সম্মাননা (বিক্রয় ডটকম-২০২১), তারুণ্য জাতীয় কবিতা পুরস্কার ২০২১, উজান বই আলোচনা পুরস্কার (নির্বাচিত-১০) ইত্যাদি।

Social Media:


ফাহাদ হোসেন ফাহিম এর লেখাসমূহ