পীযূষকান্তি বিশ্বাস

সমকালীন বাঙালি কবিতার ভুবনে এক স্বতন্ত্র সত্তা। দীর্ঘকাল ধরে নয়াদিল্লিতে বসবাস করেও তিনি তাঁর কবিতায় বহন করেছেন বাংলার স্মৃতিরাজি, প্রবাসী বেদনা, শহরজীবনের বহুমাত্রিক অভিজ্ঞতা এবং প্রযুক্তিকে কেন্দ্র করে তৈরি কাব্যের নতুন সম্ভাবনা। তাঁর কাব্যে যেমন থাকে দিল্লির প্রতি গভীর অনুরাগ, তেমনি উদ্ভাসিত হয় মাতৃভূমির প্রতি টান এবং প্রবাসী মননের দ্বন্দ্বময় স্বর।
বিমানবাহিনীতে কর্মরত অবস্থায় রচিত কবিতাগুলি নিয়ে ২০০৮ সালে প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ বাঁধা নই রক্ত—যা সম্পাদনায় ছিলেন দিলীপকুমার বন্দ্যোপাধ্যায়। এরপর প্রকাশিত হয় ঘুমঘর (২০১৪, দিল্লি হাটার্স), আকাশচুম্বন (২০১৬, অভিযান, কলকাতা)। বিশেষত আকাশচুম্বন তাঁকে দিল্লির বাংলা সাহিত্য অঙ্গনে একটি সুস্পষ্ট পরিচিতি এনে দেয়।
পত্রিকা সম্পাদনার ক্ষেত্রেও তিনি রেখেছেন বিশিষ্ট ভূমিকা। শূন্যকাল পত্রিকার মাধ্যমে সূচনা ঘটে তাঁর সম্পাদকীয় যাত্রার। পরে ২০১৮ সালে প্রতিষ্ঠা করেন নিজস্ব অনলাইন সাহিত্যপত্রিকা দেহলিজ, যা দ্রুত পাঠকসমাজের গ্রহণযোগ্যতা অর্জন করে এবং ভারতের বিচ্ছিন্ন কোণে অবস্থানরত বাঙালি লেখকের জন্য হয়ে ওঠে এক মিলনক্ষেত্র।
পীযূষকান্তি বিশ্বাসের সাহিত্যসাধনা একই সঙ্গে ঐতিহ্য-নির্ভর ও নবপ্রয়াসে দীপ্ত। তিনি বঙ্গসাহিত্যের প্রাচীন ধারা থেকে সংগ্রহ করেন শক্তি, আবার নতুন রূপক, ভাষা ও দৃষ্টিভঙ্গির উদ্ভাবনের মাধ্যমে বাংলা কবিতায় সঞ্চারিত করেন ভিন্ন সুর ও সমকালীন সৌন্দর্য।


পীযূষকান্তি বিশ্বাস এর লেখাসমূহ