পলাশ মজুমদার

লেখক পরিচিতি

 

পলাশ মজুমদার।

জন্ম ১৯৭৯ সালের ১৪ ফেব্রুয়ারি।

ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে। বসবাস ঢাকায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্ন্নাতকোত্তর। জীবিকার তাগিদে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তবে লেখাই তাঁর ধ্যান-জ্ঞান। বই পড়া ও দেশে-বিদেশে ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জনই অভীষ্ট লক্ষ্য। সমাজসচেতন, বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী।

যাপিত জীবনের সবকিছু বিচার করেন প্রজ্ঞা ও যুক্তির নিরপেক্ষ মানদণ্ডে।

সাহিত্যে দর্শন, ভূগোল ও ইতিহাসের সুগভীর সমন্বয় সাধনে ব্রতী।

পৃথিবীর সব মানুষ একদিন বিজ্ঞানভিত্তিক ও মানবতাবাদী দর্শনের পতাকাতলে সমবেত হবে—এই আশাবাদ লালন করেন সব সময়।

‘দিব্যপুরুষ’ তাঁর প্রথম প্রকাশিতব্য উপন্যাস। প্রকাশকাল ২০২১ একুশে বইমেলা।

‘হরিশংকরের বাড়ি’ তাঁর প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। প্রকাশকাল ২০২০ একুশে বইমেলা। প্রকাশক বিদ্যাপ্রকাশ।

প্রথম প্রকাশিত গ্রন্থ : বাংলা দেশে বাঙালির দেশে (ভ্রমণকাহিনি)। ২০১১ একুশে বইমেলা। প্রকাশক শুদ্ধস্বর।

প্রধান সম্পাদক : সম্প্রীতি সাহিত্য পত্রিকা।

Social Media:


পলাশ মজুমদার এর লেখাসমূহ