দেবাশিস সরকার
জন্ম ৬ আগস্ট । ৯৯ সালে 'নান্দীমুখ' পত্রিকায় 'নির্মাণের যন্ত্রণা ও যন্ত্রণার নির্মাণ' গল্পটি প্রকাশের মাধ্যমে সিরিয়াস পাঠকদের নজরে আসেন দেবাশিস । বহুপ্রসব জনিত রক্তাল্পতা কাঙ্ক্ষিত নয় , তাই বছরে দু তিনটি গল্পের জন্ম দিয়ে সন্তুষ্ট থাকেন । ফলত বিস্মৃতপ্রায় লেখক হিসেবেই প্রান্তিক অবস্থান । নিজেকে সেলেবেল করে তুলতে পারেননি বলেই কষ্টার্জিত অর্থব্যয়ে  ছাপানো গল্প সংকলন মাত্র দুখানি। 'হিপোক্রাতেসের  বাঙালি বাচ্চা' আর 'ঈপ্সিতা কখন আসবে'। হঠাৎ করে এই বছরে দু-একজন সহৃদয় প্রকাশক এই উপেক্ষিত  লেখকের প্রতি সদয় হয়েছেন। এই বছরই ২৫শে বৈশাখ প্রকাশিত হয়েছে লেখকের  প্রথম উপন্যাস 'এল ও সি'র এপাশে' , গল্প সংকলন, 'দেশি খাদ্য আর বহুজাতিক চোয়াল', জুলাই মাসে  'কথারূপ প্রকাশনী' থেকে  লেখকের '২৫ খানা গল্পের সংকলন' প্রকাশের অপেক্ষায় । 
 

Social Media:


দেবাশিস সরকার এর লেখাসমূহ