তিথি আফরোজ
আফরোজা খানম তিথি, সাহিত্যজগতে যিনি ‘তিথি আফরোজ’ নামে পরিচিত, জন্মগ্রহণ করেন ১৯৮৭ ৬ অক্টোবর , নওগাঁ জেলার বোয়ালিয়া গ্রামে। বৌদ্ধ বিহারের ইতিহাস বুকে লালন করে একদিকে ছোট যমুনা অন‍্য দিকে তুলসী গঙ্গা নদীর উদারতায় বড় হওয়া কবি তিথি আফরোজ 
নতুন সহস্রাব্দের প্রথম দশকের অন্যতম উল্লেখযোগ্য । আধুনিক বাংলা কবিতায় নিজস্ব স্বর ও ভাষারীতি নির্মাণ করেছেন।

এ পর্যন্ত তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সাতটি— ছন্দপতনের শব্দ, উড়ার কৌশল, তিথির ত্রিশ, The Blind God, তিথিতীর্থময়, Face Inside The Mask এবং The Flute of Fairy Flora। তাঁর কবিতা প্রকাশিত হয়েছে ঢাকা, কলকাতা, নেপাল, চায়না, লন্ডন, টরন্টো, বাকু, তাশখন্দ ও যুক্তরাষ্ট্রেরসহ নানা স্বনামধন্য সাহিত্যপত্র ও পত্রিকায়।

তিথি আফরোজ ছোটকাগজ ‘ধূলিপথ’-এর সম্পাদক এবং বাংলাদেশের ছোটকাগজ আন্দোলনের একজন নিবেদিত সংগঠক। একইসঙ্গে তিনি নারী ক্ষমতায়নমূলক কর্মকাণ্ডের একজন সক্রিয় কর্মী। পেশাগত জীবনে তিনি বিদ্যুৎ উৎপাদন খাতে কাজ করার পর বর্তমানে Economic and Social Development Organization (NAUS)-এ কর্মরত।

দেশ ও বিদেশের নানা সাহিত্য উৎসব ও কবিতা সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। কবিতার জন্য তিনি কবি জসীমউদ্দিন স্মৃতি পুরস্কার (২০১৬), প্রিয়বাসিনী বাংলাদেশ এওয়ার্ড
এ ভূষিত হন।

তিথি আফরোজ বর্তমানে রাজধানী ঢাকায় বসবাস করছেন তাঁর দুই কন্যা— রিদিকা ও কৃতিত্বা-কে নিয়ে।

তিথি আফরোজ এর লেখাসমূহ