
ড. জয়গোপাল মণ্ডল।
জন্ম : সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম অধুনা রায়দিঘী থানার অন্তর্গত মণ্ডলপাড়ায়, ১৫ আগস্ট ১৯৬৯-এ জন্মগ্রহণ করেন।
শিক্ষা : যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল এবং কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রি অর্জন করেন।
জীবিকা : সিঁথি আর বি টি বিদ্যাপীঠ, কলকাতায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু হয়। স্কুল সার্ভিস কমিশনের প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চলে যান মদারাট পপুলার একাডেমী, বারুইপুরের শতবর্ষ প্রাচীন বিদ্যালয়ে। অতঃপর ঝাড়খণ্ডের বিনোবা ভাবে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে যোগদান এবং বর্তমানে বিনোদ বিহারী মাহাত কয়লাঞ্চল বিশ্ববিদ্যালয়, ধানবাদে বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান।
সাহিত্য চর্চা :
নয়টি কাব্যগ্রন্থ : যদি বাঁচতে চাও(২০০৬, ১৯৯২ থেকে লেখা কবিতার ডালি নিয়ে প্রথম গ্রন্থ প্রকাশ), একটি আবেদন, লাল টুকটুকে আকাশে বিহঙ্গ একা, একফালি সকাল, নিবিড় অভিসারে, একটি কথা অনেক নদী, কৃষ্ণবিরহ, স্তব্ধ বহুস্বর, শিশুর নরম হাতে অমোঘ শূন্যতা (২০২৫) ও কায়াপট ছায়ানট (কাব্যনাট্য)।
প্রবন্ধ গ্রন্থ : সু্ভাষ মুখোপাধ্যায়ের কবিতার ঘর ও বাহির (দে'জ পাবলিশিং), প্রসঙ্গ মানিক বন্দ্যোপাধ্যায় (দে'জ পাবলিশিং), বিবেকচিন্তা (সংকলন ), কবিতার অন্তরলোকে প্রাবন্ধিকতা (সংকলন ), পদ্মানদীর মাঝি সম্পাদনা (কল্লোল), 'কবিতার আঙিনায় কৃষক আন্দোলন', করোনা পৃথিবী ও বাংলা কবিতা (সংকলন), গণেশ বসু কবিতা সংগ্রহ-১, গণেশ বসুর কবিতা সংগ্রহ ২ ও ৩ —সম্পাদনা (দিয়া প্রকাশনী)।
গল্প গ্রন্থ : তৃতীয় বিশ্বযুদ্ধের গল্প
এছাড়া প্রায় পঞ্চাশটি প্রবন্ধ বিভিন্ন পত্র-পত্রিকার পাতায় প্রকাশিত হয়েছে।
তিনি সাহিত্য অঙ্গন পত্রিকার সম্পাদক(ISSN : 2394-4889)
সুন্দরবন উত্তরণ পত্রিকা সম্মাননা (২০০৭), বাংলার মুখ অনন্য সম্মান ২০১৯-এ, পশ্চিমবঙ্গ ছোটগল্প প্রসার অকাদেমি পুরস্কার (২০২০), আমি অনন্যা পত্রিকার ছোটগল্প প্রতিযোগিতা সম্মান (২০২০), মোহিতলাল মজুমদার স্মৃতি পুরস্কারে (২০২১) এবং রূপকথা সাহিত্য সম্মানে (২০২২)সম্মানিত ।
Social Media:
ড. জয়গোপাল মণ্ডল এর লেখাসমূহ
ড. জয়গোপাল মণ্ডল
June 20, 2024
582