চাষা হাবিব

জন্ম ২২ নভেম্বর ১৯৮০। দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার কাজিহাল ইউনিয়নের দাদুল গ্রামে। পৈত্রিক নাম মো. হাবিবুর রহমান।
কলেজ শিক্ষকতার পাশাপাশি বর্তমানে উন্নয়ন গবেষণায় লিপ্ত। সম্পন্ন করেছেন মুক্তিযুদ্ধ এবং গণহত্যা বিষয়ক একাধিক গবেষণাকর্ম। কবি ও গবেষক চাষা’র জীবনে কবিতা অন্যতম অনুসঙ্গ। লিখে চলেছেন মনের আনন্দে। অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাজাতিক সেমিনারে। তাঁর লেখা দেশি বিদেশী বিভিন্ন পত্রিকা ও অনলাইন মাধ্যমে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তিনি দিনাজপুর যাদুঘর ও হেমায়েত আলী লাইব্রেরির নির্বাহী সদস্য, এছাড়াও যুক্ত রয়েছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনে। সাহিত্য সম্পাদক হিসেবে যুক্ত আছেন দৈনিক আলোকিত দিনাজপুর পত্রিকায়। এছাড়া শব্দশর, পাতা সাহিত্য পত্রিকা সম্পাদনায় সহযোগি সম্পাদক হিসেবে কাজ করেছেন। নিজ সম্পাদনায় প্রকাশ করছেন শিল্প-সাহিত্য-সংস্কৃতি ও মননের চতুর্মাসিক সাহিত্যপত্রিকা বাহে’। 
   

সম্পন্ন করেছেন জুলাই বিপ্লব-২০২৪ ও গণঅভ্যুত্থান নিয়ে দিনাজপুর জেলার উপর The Study Human Rights Violation (July-August 2024) in Bangladesh (Dinajpur district)শীর্ষক গবেষণাকর্ম।

পেয়েছেন আন্তর্জাতিক সাহিত্য ও সংস্কৃতিক সংগঠন বিশ্বভরা প্রাণ কবি সম্মাননা-২০১৯; বিএল কলেজ খুলনা’র আবৃত্তি সংগঠন বায়ান্ন কর্তৃক কবি সম্মাননা-২০১৯; শব্দশর দিনাজপুর সাহিত্য সম্মাননা-২০২০; দিনাজপুর লেখক পরিষদ সম্মাননা-২০২১ ও কবিতার মাটি সাহিত্য পুরস্কার-২০২২ এবং সাহিত্য ও গবেষণায় অবদানের জন্য নাট্য ব্যক্তিত্ত্ব বীর মুক্তিযোদ্ধা মোহন কুমার দাস স্মৃতি পদক-২০২২। কবিতা ও গবেষণার জন্য দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে পেয়েছেন বিশেষ সম্মননা-২০২২।
প্রকাশিত গ্রন্থ: ১২টি; কাব্যগ্রন্থ— অঞ্জলি ভরে ওঠে গন্ধ ভরা বাতাসে; ২০১২; বেগুনির ওপারে-২০২০; চাষা’র খসড়া-২০২০; যাযাবর ক’ছত্র-২০২১;

গবেষণাপ্রবন্ধ গ্রন্থ: ‘কড়া’ সমতলের বিপন্ন আদিবাসী কড়া’র জীবনালেখ্য-২০২০; ১৯৭১: গণহত্যা আটপুকুর হাট-২০২১; কবি মাহমুদ আখতার জীবন ও কর্ম-২০২১; ‘বিদ্রোহী’ কবিতার ১০০ বছর: পুনপাঠ-২০২১; সাঁওতাল বিদ্রোহ ও দিনাজপুরের সাঁওতাল-২০২২; বঙ্গবন্ধুর ভাষণে গণমানুষ-২০২২; ১৯৭১: ফুলবাড়ি, দিনাজপুর-২০২৩;

শিশুতোষ গল্পগ্রন্থ: বোকা পালোয়ান-২০২৪;

সম্পাদনা: বাহে’ সাহিত্যপত্রিকা (চতুর্মাসিক); দৈনিক আলোকিত দিনাজপুর সাহিত্যপাতা, পাক্ষিক জনচেষ্টা;

Social Media:


চাষা হাবিব এর লেখাসমূহ