চন্দ্রনাথ শেঠ

জন্ম ১৬ জুন ১৯৫৫, হুগলি জেলার ধনিয়াখালির অন্তর্গত পারুল গ্রামে। বাড়িতে কবিতা-গান-যাত্রা-থিয়েটার চর্চার আবহে তাঁর বেড়ে ওঠা। এহেন সংস্কৃতিমনস্ক পরিবারে জন্ম হওযায় সাহিত্যপ্রীতি তার সহজাত। তিনি বাংলাভাষা ও সাহিত্য নিয়ে যথাক্রমে : 'বর্ধমান রাজকলেজ' থেকে স্নাতক ও 'বর্ধমান বিশ্ববিদ্যালয়' থেকে স্নাতকোত্তর  সম্পূর্ণ করেন।ট


প্রকাশিত কবিতার বইগুলি :
১.ঝরনা কলম [অঙ্গীকার ]
২.কাঠবাদামের মালা [দাঁড়াবার জায়গা ]
৩.জি, জন্মান্তরীণ এই আলপথে [তাঁতঘর ]
 

গল্পগ্রন্থ

'সূর্যের কলঙ্কবিন্দু' [আলোপৃথিবী ]


এছাড়া 'ছোটোদের কথা', 'চয়ন', 'আলোবাতাস', 'ম্যাজিক লন্ঠন', 'মৌরিফুল', 'একাএকা', 'বিন্দুবিসর্গ', 'তাঁতঘর' 'অঙ্গীকার', 'আলোপৃথিবী', 'কেয়াপাতা', 'দাঁড়াবার জায়গা' 'মেঘমুলুক' 'কাল' ইত্যাকার পত্রিকা ও ওয়েবজিন-এ তিনি নিয়মিত লেখেন--গল্প, কবিতা, প্রবন্ধ। 'ছোটোদের কথা'- থেকে তাঁর একমাত্র উপন্যাস :'ভো কাট্টা' ধারাবাহিক প্রকাশিত হয়।

Social Media:


চন্দ্রনাথ শেঠ এর লেখাসমূহ