কুশল ভৌমিক
জন্মঃ ১ জানুয়ারি ১৯৮১, টাঙ্গাইল, বাংলাদেশ। 
পিতাঃ ডাঃ অসীম কুমার ভৌমিক
মাতাঃ পূরবী ভৌমিক 
 
ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর। 
পেশাঃ সরকারি কলেজে ইংরেজি ভাষা ও সাহিত্য পড়ান।
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল। 
  
প্রকাশিত গ্রন্থ 
কবিতাঃ 
১. উল্টোজলে কাটছি সাঁতার 
২.মৃত্তিকায় ধরে রাখি সবটুকু জল 
৩.দুঃখের কোনো মাতৃভূমি নেই 
৪.বেদনার হায়ারোগ্লিফিক্স
৫.বুকের গভীরে আজও জেগে আছে মা
৬.শব্দের ওঙ্কার The Magical Echo of Sound (কবি তৌফিক জহুরের সাথে যৌথ) 
 
উপন্যাস
কুসুমপুর ও একটি খুনের গল্প 
 
পুরস্কার
বেহুলাবাংলা বেস্টসেলার বই সম্মাননা ২০১৯
টাঙ্গাইল সাহিত্য সংসদ পুরস্কার ২০২০
মাটির মা ক্লাব কবিতীর্থ সম্মাননা ২০২১
জলসিঁড়ি সম্মাননা ২০২১
 
থিয়েটার ও আবৃত্তির সঙ্গে যুক্ত।

Social Media:


কুশল ভৌমিক এর লেখাসমূহ