কুমুদ ঘোষ
কবি পরিচিতি  : কুমুদ ঘোষের জন্ম ১৯৭৪ সনে।শিক্ষাতত্ত্ব বিষয়ে ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অসম বিশ্ববিদ্যালয়,শিলচর থেকে পিএইচডি।পরিবেশ শিক্ষা এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে নিবিড়ভাবে জড়িত।বর্তমানে নকছারি কলেজের অধ্যাপক।মৌ্লিক লেখালিখির সঙ্গে সঙ্গে অনুবাদ কর্মের সঙ্গেও জড়িত।প্রকাশিত কাব্য সঙ্কলন ‘পিতায়ে মোক আকাশ চুবলৈ কৈছিল’(বাবা আমাকে আকাশ ছুঁতে বলেছিল)।অনুবাদ গ্রন্থ ‘সুবোধ সরকারর কবিতা’, ’রেখা আরু রঙর বিপ্লবত পাবলো পিকাশো’(মূলঃডঃ তপোধীর ভট্টাচার্য), ‘ফ্রানজ কাফকার এমুঠি গল্প’ (চালেহা আহমদের স্কেচ এবং এবং কুমুদ ঘোষের অনুবাদ)।কলেজের ছাত্র ছাত্রীদের জন্য প্রায় সাতটি পাঠ্যক্রম ভিত্তিক বইয়ের সঙ্গে একমাত্র শিশুদের বই ‘হলৌ উঠিল হোলোং গছত’।
 
 
অনুবাদক পরিচিতি - ১৯৫৮ সনে অসমের নগাঁও জেলার যমুনামুখে বাসুদেব দাসের জন্ম হয়।শৈশব কেটেছে গুয়াহাটি শহরে। ১৯৮২ সনে গৌহাটি বিশ্ববিদ্যালয়  থেকে বাংলা সাহিত্য ও ভাষাতত্ত্বে এম এ করেন। আজ পর্যন্ত অসমিয়া অনূদিত গল্পের সংখ্যা চারশো পঞ্চাশটির ও বেশি।সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে নিয়মিত ভাবে অসমিয়া গল্প,কবিতা,প্রবন্ধ এবং উপন্যাস অনুবাদ করে চলেছেন।কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়,নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়,ত্রিপুরা বিশ্ববিদ্যালয়,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পেয়ে সাহিত্য এবং অনুবাদ সম্পর্কে গবেষণা পত্র পাঠ করেছেন।গৌহাটি বিশ্ববিদ্যালয়ের সুপরিচিত সন্থা NEINADএর পক্ষ থেকে অসমিয়া ভাষা-সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য  Distinguished Life Membership  এর দ্বারা সম্মানিত করা হয়।প্রকাশিত গ্রন্থের সংখ্যা উনিশটি।

Social Media:


কুমুদ ঘোষ এর লেখাসমূহ