
কথাশিল্পী। জন্ম - ২২ নভেম্বর।
আফ্রিকার পটভূমিতে লেখা ‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’ তাঁর প্রথম উপন্যাস। এই উপন্যাসেই কালি ও কলম পুরস্কার লাভ করেন এবং পাঠক এবং বোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করেন।
উপন্যাসসমূহঃ ‘ধূসর স্বপ্নের সাসান্দ্রা’, ‘ত্রিমোহিনী’, ‘রংধনুর সাঁকো’, ‘লে জোঁ নদীর বাঁকে’, অরোরার আঙুল’, ‘ছায়ার নির্বাসন নির্বাসনের ছায়া’, ‘আঁধারে লুকানো সুর’,‘গ্রামটির নাম গোধূলিমায়া’, অনেক বৃষ্টির একটি কদম, –ইত্যাদি উল্লেখযোগ্য।
ছোট গল্পগ্রন্থঃ রূপডাঙ্গার সন্ধানে’, ‘পাসওয়ার্ড’, নিঃসঙ্গতার নগ্ন খোলস’, আটলান্টিকের পড়ন্ত বিকেল, বৃষ্টিরাতের অভিসারিণী, আবির রাঙা এক প্রজাপতি –ইত্যাদি উল্লেখযোগ্য।
পুরস্কারসমূহঃ
এইচএসবিসি কালি ও কলম পুরস্কার -২০১০
এমএস ক্রিয়েশন সম্মাননা -২০১০
নির্ণয় স্বর্ণপদক-২০১৩
এসএম রাহী পদক ২০১৯
রণজিৎ বিশ্বাস স্মৃতি সম্মাননা-২০২৪
একজন সামরিক অফিসার হিসেবে জাতিসংঘে কাজের সুবাদে আফ্রিকায় বাস করেছেন দুই বছরের অধিক সময় এবং আফ্রিকার প্রকৃতি-সংস্কৃতি, তাদের প্রান্তিক মানুষের যাপিত জীবনকে দেখেছেন কাছ থেকে। মানুষ ও তাদের যাপিত জীবন এবং প্রকৃতি দেখার প্রয়োজনে ঘুরেছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তর।