আশ্রাফ বাবু

জন্ম: ৫ অক্টোবর,রাজবাড়ি জেলায়।পিতা: মো: মহিউদ্দিন( কৃষি কর্মকর্তা), মা: আয়েশা খাতুনের ছায়ায় বেড়ে উঠা।

পড়াশোনা:

এমপিএইচ,ঢাকা।
এমবিএ,ঢাকা।

ছোটবেলা থেকেই বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখি করেছেন।কখনও অলস্য ও অভিমান করে লেখালেখি থেকে দূরে সরে গিয়েছেন আবার ফিরেও এসেছেন।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান-আরিয়াত ফাউন্ডেশন,বাংলাদেশ বর্তমানে মানবসেবা প্রতিষ্ঠানে কর্মরত।

প্রকাশিত গ্রন্থ:
ছায়াচিত্র,
নিশিমন,
মনের ছাপাখানা,
ক্ষুধার কোনও ধর্ম নেই,
আঁধারে ঘামচিত্র

বঙ্গের বৈশাখ

অন্য জীবন

সাহিত্যে বিশেষ অবদানের জন্য উল্লেখযোগ্য পুরস্কারঃ
১।সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার
২।রূপান্তর রৌদ্রছায়া সাহিত্য পুরস্কার
৩।ডাকপত্র সাহিত্য পুরস্কার
৪। মীর মশাররফ হোসেন সাহিত্য পুরস্কার
৫।বঙ্গকথা স্টার এওয়ার্ড
৬।দৈনিক বাঙালী কন্ঠ সাহিত্য পুরস্কার
৭।ঢাকা সাহিত্য পরিষদ লেখক পুরস্কার

দুই বাংলায় বহু পত্র-পত্রিকায় নিয়মিত লেখালেখি করেন।
সম্পাদনা করেন সাহিত্যের ছোটকাগজঃ
১। মাটি ও বাংলা
২।বনফড়িং

৩।দূরাভাষ

Social Media:


আশ্রাফ বাবু এর লেখাসমূহ