আশান উজ জামান

আশান উজ জামান বাংলাদেশের নাগরিক। জন্ম যশোর জেলার শার্শা উপজেলার খামারপাড়া গ্রামে।

পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ইন্টারন্যশনাল বিজনেস এন্ড ইকোনোমিকস, বেইজিং থেকে। সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ।

প্রকাশিত বইয়ের সংখ্যা দুই। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে উপজীব্য করে লেখা উপন্যাস অন্যচোখে (২০১৮)’র পাণ্ডুলিপির জন্য তিনি শব্দঘর-অন্যপ্রকাশ তরুণ কথাশিল্পী পুরস্কার -২০১৭ লাভ করেন। দ্বিতীয় বইটি একটি গল্পগ্রন্থ। নাম ‘বা অথবা কিংবা’ (২০২০)।

Social Media:


আশান উজ জামান এর লেখাসমূহ