জলধি / কবিতা / শিশির আজমের তিনটি কবিতা
Share:
শিশির আজমের তিনটি কবিতা
গোর্কি
ক্ষমা করবেন আমরা আপনার মাকে খুঁজছি ম্যাক্সিম
হ্যাঁ
আমাদের সবার মা আছে রূপকথা আছে
আর
অনন্ত আগ্নেয়ধারা
কিন্তু আমরা তো কেউ ম্যাক্সিম নই
আর
যথার্থ  ম্যাক্সিম আমাদের হয়ে উঠতে হবে
রাতের শূককীটগুলোকে কবর না দিয়ে
পাহাড় আর গাছগুলোর ভেতর কি এতো কথাবার্তা
কীসের আতঙ্ক
এটা আমাদের শোনা দরকার
তাই তো
যেমনটা চেয়েছেন আপনি
তাহলে আমাদের দরকার হবে না আপনার মাকে

বাঘ
আমার কুকুরের প্রতি দয়া করে দয়া দেখাবেন না
ও কুকুর
ও ছারপোকা
ও তাজা একটা বই যার পৃষ্ঠাগুলো
রক্তে ভেজা
আর আমরা দ্বিধান্বিত
আর আমরা বিভ্রান্ত
কিন্তু আমাদের ভিতরেও তো রক্ত বয়ে চলেছে
কুকুরের রক্ত
ছারপোকার রক্ত
আটলান্টিকের হাঙরের চোয়ালে লেগে থাকা দাসের রক্ত
আপনি যদি চান
যদি সাহসী হোন
আপনার রক্তে
আমি আপনার প্রতিকৃতি এঁকে দিতে পারি

হাতি

বিপুলায়তন শরীরের হাতি দেখে আমরা যত ভয় পাই
ছোটরা কিন্তু অত ভয় পায় না।
ওর কুলোর কানপাতা দিয়ে
ও কুড়িয়ে নিতে চায় আমাদের আদর।
 
সত্যি বলছি
পৃথিবীর বিশাল উচ্চতাকে ছুঁতে গিয়ে
হাতির ছোট্ট নীল দুটো চোখ
আমরা দেখতে পাইনি।


অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন