জলধি
/ কবিতা
/ শিশির আজমের তিনটি কবিতা
শিশির আজমের তিনটি কবিতা

কালো তিল
গুগলে গিয়াও এমন কোন বুলডোজারের সন্ধান আমি পাইতেছি না
যেইটা দিয়া
সাগরে লুকায়িত ভয়ানক আর বিশাল আইসবার্গকে
মুহূর্তে চূর্ণ করা যায়
অথবা এমন এক এসক্যাভেটর যেইটা দিয়া
কবিতার বাম ঊরুর তিল সিম্পলি তুইলা আনা যায়
মিনিমাম কসরত ছাড়াই
তুইলা আনা যায় আমার ঠোঁটে
কিন্তু আমি তো খুঁজে পাইতেছি না
ঐ ভয়ানক কালো তিলটারে
হ
আমার সাবানবিহীন ঠোঁট আর আমি খুঁজে মরতেছি
এখনও
ইউক্রেন
-- যথেষ্ট হয়েছে। এবার থামো।
পুতিনকে আমি ধমকে দিলাম।
ট্রাম্প
ঘাড় নেড়ে আমাকে সমর্থন করলেন।
বালিশে মুখ গুঁজে শুয়ে ছিল
বিড়াল,
আচমকা আমার ঘাড় ও কামড়ে দিলো।
খানিক্ষণ আগেই
ওকে দুধ খাইয়েছি।
যা হোক
যতো বিরক্তই হই
কোন বিড়ালকে তো আমরা কামড়াতে যাবো না!
নিজেই নিজের বাবা
ভূবিশ্বে আমিই একমাত্র ব্যক্তি
যে
গোলাপ ফুল পছন্দ করে না
যে
নিজেকেই নিজের বাবা হিসেবে দাবী করে
হ্যা আমি যে গোলাপ ফুল পছন্দ করিনে
আর নিজেই নিজের বাবা হয়ে বসে আছি
এ কিন্তু কাউকে বলিনি
কেউ জানে না
কেউ জানে না
চুলোয় যার যার হাঁড়ি সেই সেই সামলাক
অলংকরণঃ তাইফ আদনান