জলধি
                        / কবিতা
                        / শামীম নওরোজের কবিতা
                    
                    
                    
                    শামীম নওরোজের কবিতা
                    
                        
                    
    
                    
                         
                        
                    
                    
                         
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
                    
                    
                    
                    
                    
             
                        চিঠি 
২৪.
তোমার জন্য অপেক্ষা করছে নির্ঘুম একটি রাত
কাউকে সঙ্গম শেখাতে হয় না 
তথাস্তু , সকল প্রাণি
এই রাত্রি বেঁচে থাক তোমার আগমনে
অভিমানে কাঁদে যৌনতার পাখি 
একটি রাত্রি পার হয়ে যাচ্ছে নিজস্ব নিয়মে 
ফুল ও মৌমাছি সঙ্গমে রত 
শরীরের উপর রাত্রির কাঁথা 
২৫.
জলের মুগ্ধতা নাবিক বোঝে না 
ঢেউয়ে-ঢেউয়ে ক্ষত হয় জাহাজের চোখ 
দীর্ঘ জলরাশি 
মৃত্যুর গভীরে অলস যাপন 
উড়ে-উড়ে ফিরে আসছে কাফন ও ধূপকাঠি 
তুমি যাবে 
আমিয়ো যাবো 
মূলত , মৃত গাঙচিল 
মৃত্যুর অধিক আর কোনো সত্য নেই 
জীবন জলের দিকে চলমান 
২৬.
তোমাকে কেউ প্রশংসা করেছে
তোমাকে কেউ নিন্দা করছে 
অনুমান করা ঠিক নয় 
এসবে তোমার কিছু আসে যায় না 
কেউ প্রশংসার উর্ধ্বে নয়
কেউ নিন্দার উর্ধ্বে নয়
তুমি একজন পৃথক মানুষ 
তোমার জন্য অপেক্ষা করছে দিনের সূর্য 
তোমার জন্য অপেক্ষা করছে রাতের চাঁদ 
তুমি কারো মতো নও
একটি কবিতার স্নিগ্ধ উপমা 
২৭.
মাটির নিচেই আরো একটি গ্রাম আছে 
আগুনের ভেতর আরো একটি গ্রাম আছে 
অতঃপর , গোরস্থান
অতঃপর , শ্মশান 
কিছু লোক তাকিয়ে দেখছে সাপ ও নেউল 
কেউ হাসছে 
কেউ কাঁদছে 
কেউ ' ইস ' বলে চলে যাচ্ছে আলো-অন্ধকারে 
ভালো নেই কেউ 
মাটি কাউকে গ্রহণ করতে চাচ্ছে না 
আগুন কাউকে গ্রহণ করতে চাচ্ছে না 
মানুষের অপর নাম অমানুষ 
                    অলংকরণঃ তাইফ আদনান


 
                    