জলধি / কবিতা / রুদ্র সাহাদাৎ এর তিনটি কবিতা
Share:
রুদ্র সাহাদাৎ এর তিনটি কবিতা

হাওয়ায় ভাসে মন

ঘুমের ভিতর ভাঙে ঘুম- স্বপ্নের ভিতর ভাঙে স্বপ্ন
মাঝরাতে বসে বসে ঝিমায় দু’চোখ
কান শুনে নৈঃশব্দের বিরহী সুর
জিতকে জিততে হেরে যাওয়া মানুষ
জীবনের সংজ্ঞা শুনিয়ে কি লাভ!
দূর থেকে ভেসে আসে ট্রেন আসছে  কু-ঝিকঝিক কু ঝিকঝিক
হাওয়ায় ভাসে মন ভাসে পোড়া যৌবন
কথা ও হাসির পেছনে লুকিয়ে থাকে গুপ্ত দীর্ঘশ্বাস
অভিনয়ে সদা ব্যস্ত আদম মুখ


রাত্রির আঁধারে ঘুমায় চোখ

রাত্রির আঁধারে ঘুমায় চোখ
স্বপ্নরা উড়ে যায় অজানায় দূর বহুদূর
হতাশায় ডুব নৈঃশব্দে আশাহীন মুখ
অবশেষে জেনে গেছে মানুষ - আসলেই একা
ইট পাথরের অট্টালিকা তবুও সব যেনো ফাঁকা
মানুষের ভিড়ে মানুষ নেই মানবতা নেই
 স্বার্থের সব দৃশ্যাবলি ফ্যাকাশে হাসি
চন্দ্রবিন্দু তাই অভিমানে উল্টো হয়ে রয় ...


ইউক্রেন থেকে আসে না সব

ইউক্রেন থেকে আসে না সব,তবুও
বাড়ছে দাম নিত্যপণের
কমছে বয়স বেঁচে থাকার
অন্ধের দেশের কিসের আয়না বেচতে চাও...
কাঁদতেও জানে না চোখ
খিদের জ্বালায় জ্বলছে বুক
ইউক্রেন থেকে আসে না সব,তবুও
দোকানে দোকানে বড় বড় ডাক
কিসের এতো কাহিনী শোনাও
কাঁদছে দেখো জয়া কন্যা জননী
কাঁদছে দেখো মানুষ ও মানবতা
বাতাসহীন দুপুরের খা খা রোদ দেখো
মাছ, মাংসের দোকান দিয়ে চলে যাওয়া
মলিন মুখগুলি দেখো
দেখো হেঁটে যাওয়া নগ্ন পা, চামড়া উঠে যাওয়া দু'হাত
দেখো সবজি কিনে ফেরা মুখ কি বলে!



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন