জলধি
/ কবিতা
/ রিজভী হাসনাতের তিনটি কবিতা
রিজভী হাসনাতের তিনটি কবিতা

হুইসেল
মাঝ রাতের দিকে এগোচ্ছে সবকিছু।
আকাশে কি যেন দেখতে পেলাম।
অন্ধকারে পায়চারি করে ইদুরের দল,ভারী দুষ্ট হয়েছে। একটা টিকটিকির মন খারাপ।
দেয়াল বেয়ে নামছে আখি জল।ওপারেতে আরশোলার করে হট্টগোল।দিন দুপুরে পাগলেরা লুঙ্গি ড্যান্স করে।জীবন কেটে গেল ট্রাফিক জ্যামে।
অবহেলা র ঢেউ কড়া নাড়ে দরজায়,একটু একটু করে বিলীন হচ্ছে সম্পর্ক।ঘড়িতে ১২টা বেজে ছে সেই কখন।হইসেল দেয় রাতের ট্রেণ,বেজে ওঠে রেড লাইট।
মোবাইলে চলছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা
আকাঙ্খা
একটা ক্ষুধা অনন্ত কালের
একটা ক্ষুধা বেঁচে থাকার
তোমার সাথে সাক্ষাৎের
তোমাকে
তবু আকড়ে ধরি তোমাকে
যেমন করে টিকিটিকি আকড়ে থাকে দেয়াল,
মাকড়সা তার জাল।
অলংকরণঃ তাইফ আদনান