জলধি / কবিতা / মুর্তাজা হক-এর তিনটি কবিতা
Share:
মুর্তাজা হক-এর তিনটি কবিতা
নিঃসঙ্গ টঙ

কী অদ্ভুত দেখো পাখনায়

প্রজাতির রঙ

নিরর্থক জোছনা নামে আর

নিঃশব্দে ঝরে বৃষ্টি

সুগন্ধি গোলাপ এখন আর

প্রাসঙ্গিক নয়।

 

এ সব থেকে ক্রমশ দূরে সরে যাই

রাজহংসীর গ্রীবায়

যে সুখ জমে থাকে

সেখানেও নয়

আরো দূরে

দূরবর্তী কোথাও কোনো এক

গ্রাম আছে

যেখানে শীতের কুয়াশায়

থম মেরে থাকে

নিঃসঙ্গ টঙ।

 

হিম কুয়াশায়

অন্ধকার ভেদ করে

সেখানে হেঁটে যাই

 

বসে থাকি সূর্যের অপেক্ষায়...


ফাগুনের প্রথম প্রহর
ফাগুনের কোনো এক 

প্রথম বেলায়

বসন্তের সাজঘরে 

দূর থেকে ডেকেছিল কোন্

সুকন্ঠী কোকিল? 

 

তখন আকাশে রঙ ছিল 

বাতাসে ছিল তরঙ্গ সুরের

 

বনফুলের রঙ আর সুঘ্রাণ 

গায়ে মেখে

কোকিল কন্ঠে

কেউ কি

বলেছিল এসে 'ভালোবাসি'? 


কলকথার কঙ্কাল 

 

ডানায় স্রোতস্বিনীর কলকথা নিয়ে

এখানে বুনোহাঁস উড়ে যেত

 

ক্রমশ কাক ওড়ে

নদীর শরীর থেকে জল সরে গেলে 

পড়ে থাকে তার ধূসর কঙ্কাল।



অলংকরণঃ আশিকুর রহমান প্লাবন