জলধি / কবিতা / প্রতীক মিত্রের তিনটি কবিতা
Share:
প্রতীক মিত্রের তিনটি কবিতা

মাপা

এসব চলাফেরা, ঝাপসা চোখে সেতু পারাপার...

সাবলীল ও অনেক সাবলীল।

কিছু পিছুটান তখনো যেগুলো পোড়ে

সাদামাটা মানসিকতায় ঠিক যেন দাবার বোড়ে

গোড়াতেই বলি হয়েও যাদের নেই নিস্তার

তাদের জন্য উঁচু থেকে পাহারায় স্থির দৃষ্টির চিল।

আগে যে সব সময়ের বেলা চুল আঁচড়ানোর অনুশাসন

নিয়ে ভারী থাকতো পদক্ষেপ,নিঃশ্বাসের অজুহাত

এখন ঝুরো মাটির ইশারা, দামী চালের ঘ্রাণ

6.4 ইঞ্চির স্ক্রিনে দুর্লভ হৃদয়ের সুচারু সাক্ষাৎ।

পাশ কাটানোর বেলা সে প্রসঙ্গ হোক কিম্বা পাঁচিল

ও সাবলীল,ও এখন অনেক সাবলীল।


বোঝাপড়া

এখানে এমনটাই চলে।

কথা মানে স্তুতি অন্য কিছু না।

বাকি যা কিছু

বহালতবিয়ৎে চলতে থাকে

আলোর বাক্সে আলো

চোখের কোটরে অন্ধকার।

ছক কষার বেলা কষে নেয়

যে যার মত যতটা দরকার।

খাওয়া-দাওয়া, জানলা দিয়ে আদিখ্যেতার চাঁদ-সূর্য্য

চাওয়া...

বাকি যা কিছু

বহালতবিয়ৎে চলতে থাকে।

কথার মানে যদিও স্তুতি অন্য কিছু না।


মাদুর

প্রত্যেকেই এক একটা মাদুর।

ঠেকায় পড়লেই শুয়ে পড়ে মাটিতে

আদর্শ ভুলে ধুলো বালি মেখে।

কাজ মিটে গেলে আবার গুটিয়ে পুড়ে নেয়

জিভের মত।দোষের কথা নয়,অভিযোগও নয়

তুমি কিসব মন আর মজদুর ইত্যাদি বলছিলে

তাই বললাম!

প্রত্যেকেই এক একটা মাদুর।

ঠেকায় পড়লেই শুয়ে পড়ে মাটিতে

আদর্শ ভুলে ধুলো বালি মেখে।



অলংকরণঃ তাইফ আদনান