জলধি / কবিতা / নিশীথ ষড়ংগীর তিনটি কবিতা
Share:
নিশীথ ষড়ংগীর তিনটি কবিতা
জল
 
জলের গভীরে জল, আরও আর আরও আরও জল
তবু তুমি এখনও জলের কেউ হতেই পারো নি--
 
হাড়ের কাঠামো ভেঙে, তল ভেঙে, কখনও কি 
নিজের নিজেকে দেখেছো? 
 
দ্বিধা দ্বন্দ্ব দুঃখ সুখ ভালোবাসাবাসি ঈর্ষা ক্রোধ 
সরিয়ে সরিয়ে কিছু হেরে যাওয়া রেখেছো সঞ্চয়?
 
ঘুর্ণিতে দেখেছো মুখ, শীর্ষ থেকে পতন-অভ্যুদয় পথ!
শুনেছো প্রকৃত সত্য কীভাবে পড়েছে ভেঙে 
দেশে দেশে দেশে?
 
জল তার সব জেনে তোমাকে ডেকেছে খুব রাতে 
 
অন্ধকারে ঘন হয় সমস্ত গভীর তার প্রাচীন দুহাতে...

লেখা
 
লিখি তো তোমার মেঘ, আয়ুষ্কাল, ফসলের স্তুপ
লিখে রাখি দুচোখের ভাষা 
অনেক দূরত্ব লিখি, মুদ্রণযোগ্য অপরাধ 
লিখেছি তোমার বৃষ্টি, অনেক কুয়াশা...
 
এ শহর শূন্য বোঝে, বিধুরতা বোঝে, ধূসর ধূসর 
বোঝে কার্নিভাল 
মোড়ে মোড়ে অনিশ্চয়তার ধুলোবালি 
ঠাণ্ডা শীতকাল--
 
ঈশ্বরসমান দুঃখ লিখেছি তোমার, অস্ফুট চিবুক 
তবু খাদ উপত্যকা বাঁকে বাঁকে ফলেছে গোপনে
সন্ধ্যাতারা মুছে গেছে কষ্ট-আকাশ থেকে দূরে 
 
শুধু অন্ধকারটুকু এখনও বাজছে কানে কানে...

দূরত্ব 
 
যে গল্পের কোনও শেষ নেই, তার নাম দূরত্ব 
 
ওপার বলে আসলে কিচ্ছুটি হয় না 
কিচ্ছু নয়।
 
আত্মহত্যা থেকে উঠে এসে যে তানপুরাটি 
তার শোকের কথা গেল 
উপলখচিত পথে যে নদী উৎসের কথা লেখে না কোথাও 
তারও সঙ্গম বড়ো বেদনাবিধুর।
 
দূরত্বের কাছে রেখে আসা একটি জীবন 
 
দূরত্বের কাছে রেখে আসা একটি কবিতা...


অলংকরণঃ তাইফ আদনান