জলধি / কবিতা / নিমাই জানার তিনটি কবিতা
Share:
নিমাই জানার তিনটি কবিতা
মারাত্মক সঙ্গমের ঘুম জ্বর ও ২য় সাইক্রিয়াটিক আরশোলা 
 
পৃথিবীর মারাত্মক সেলুলাইটিক ব্যাকট্রোগার্ড সি ভি ধ্বংসের ভেতর ঢুকে যাব , সব ফসফরাস কাঠ দিয়ে তৈরি চুল্লীর মুখগহ্বরে ফ্রি ফাইং সুইচ টিপে ফাটিয়ে ফেলব পৃথিবীর নরমুণ্ডের মালা , আধখানা জিভ ঢুকাবো শুকদেব ও উত্তম আচার্যের থ্রি নট কার্বাইড শরীরে , শ্রুতি শব্দের মতো হস্ত শুদ্ধি আসন শুদ্ধি পয়োধর শুদ্ধি , তড়িৎ ও পরাতড়িৎ চামড়ার উপরে কিলবিলে সাপের কথাই বলতেন রক্ষিনীর তিন খন্ডের পরাবিষ্ণুর বংশধরেরা , মধ্যরাতের অন্ডকোষের তালগোল পাকানো পাইপের মতো শ্রাবস্তী সাপেরা তড়িৎ আসনের নিচে যুগন্ধর ক্ষেত্রফলে নখ ডুবিয়ে পৃথিবীর তম পাকস্থলীর চর্মরোগের চিকিৎসা করবে হ্যাপকোডাইলেটিক পদ্ধতিতে , পৃথিবীতে প্রতিটি চামড়া উঠা ফোস্কাপড়া মাংসবিহীন হাড় জিরজিরে সৈন্ধব লবণ ঢালা জোঁক খাওয়ার রক্তের বমি মেশানো পরাবিদ্যার মানুষের অসুখ হলেই স্বল্প দৈর্ঘ্যের হয়ে যায় , ননকিউরেবল পান্ডুরোগ এসে যায় কুকুরের স্বপ্ন দেখতে থাকে ষোড়শ উপাচারের হরিণটি তীব্র সাইপ্রোহেপ্টাটিডিন খেতে খেতে কুয়াশার চর্মরোগ সারাচ্ছে 

লাস্ট ম্যানুস্ট্রিয়াল পিরিয়ডের জন্ম-চক্র ক্রীড়া ও দ্বাদশ ঋষি 
 
হাইড্রেন থেকে লাফিয়ে পড়ার বীজগণিত করতে থাকে ন্যাকা কান্নার স্যানিটারি ন্যাপকিনে মুখ ঢুকিয়ে পৃথিবীর অস্থায়ী জেলির চকলেট চিবোতে চিবোতে মাকড়সার সুস্বাদু ঠ্যাং কসমিক ট্রাভেলার লিথিয়াম তেজস্ক্রিয়তার তিন আদমশুমারি মানুষকে রিয়্যাল প্যাডেড পরানো পিরিয়ডের লোহার রেলিং ধরে নেমে পড়তেই দীর্ঘ চিৎকার করে দীর্ঘশ্বাস নেয় ঘুম জড়ের ঔষধ খায় , পৃথিবীর মরচে ধরা দীর্ঘ আয়ুর জাহাজকে মিথ্যে কথা বলে আগুনের যোনির তরল প্রদেশের দাঁত কড়মড় করে ইস্পাতের টুকরো দিয়ে দাঁতের ভেতরে ঢুকিয়ে দেবো একদল উন্মাদ উপত্যকা ব্যবসায়ীর উপগ্রহের তিনজন নাবিকের তলপেট বিক্রি করা অস্থির পাকস্থলীর ভিতরের মাংসকে , ক্ষুধার্ত ধর্মগ্রন্থীদের পৃথিবীতে সকলেই মিথ্যের অগ্নুৎপাত বিষয়ক অজুহাত দেয় , নাভির দড়ি খুলে রাখি হাইড্রেনের কাছে, বৃদ্ধ ঘোড়া জবাই করা শহরের নিচে পৃথিবীর জনৈক অপ্সরারা ধমনীর ভেতরে দৌড়ে বেড়ানো বাল্মিকির শ্বেতসার সংগ্রহ করে, 
ধ্বংস হয়ে যাওয়ার কোন অব্যয় পদ নেই বলে আমি কালো রঙের আসবাবের ভেতরে ঢুকে জল ভর্তি উনুনের উচ্চ রক্তচাপ মাপছি , হে গায়ত্রী, সুগন্ধ আরশোলা দাও মৃত্যুর মাথা খাব 

তৈজস শূন্য মহাবেদ ও জানালার অকৃত্রিম চাবুক সুড়ঙ্গ
 
পৃথিবীতে কোন বিষাক্ত আতা ফলের চাষ নেই দরজার ভেতর থেকে সব রাক্ষস বেরিয়ে আসে ভিডালগ্লিপটিন কথা বলে মাটি ভর্তি স্তনের কাভিটিতে মাংসের ক্যাণ্ডেলা উপসংশোধনাগারে কালচিতি সাপেদের ধর্ম জেন্ডার লুকিয়ে রেখেছে কেউ , এসো হিসহিসে নীল ঋষির যৌন ধ্বংসাত্মক টেপের ভেতরে মাথাটাকে অদ্ভুত চাবুক দিয়ে পিটিয়ে ইলাস্টিক তামার তৈরি জিভ লাগিয়ে উপগ্রহের সুড়ঙ্গে ঢুকে যাই করাত ব্যবসায়ীদের মতে পা ফাঁক করে ,আমাদের জীবিত লাভা নেই কর্কট রোগের পাখির স্পার্ম নেই জানালার পাল্লা নেই হানাবাড়ির কর্কশ শীৎকার শব্দ নেই শুধু পাখোয়াজ মেলানো বুকের পি আর কিউ আর জাংশানের শক্ত উটের থার্মোস্ট্যাট ইঙ্গিতের এক্স রে তিনজন ব্যাবিলিয়ান আঙ্গুর ব্যবসায়ী পেছনের দরজা খুলে গোপন লোমকূপের অবিন নৌকো পেরিয়ে যাচ্ছে দাক্ষিণাত্যের তিন খন্ডের অর্ধ দগ্ধ কবর থেকে সমাপিকার অস্থির বিকলাঙ্গ পাখিটি আত্মহত্যার আর্কাইভ পোড়াচ্ছে , জ্যাজো ডট কম ওয়েবসাইটে রুক্মিণীর তৃতীয় খণ্ডের আলকাতরার ক্রিম পাওয়া যাচ্ছে 


অলংকরণঃ তাইফ আদনান