জলধি / কবিতা / আশ্রাফ বাবুর তিনটি কবিতা
Share:
আশ্রাফ বাবুর তিনটি কবিতা

সিদ্ধান্ত 

কখনও কখনও আমাদের জীবনে আমরা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত এবং কৌশলের উপর এত মনোযোগী হই যে আমরা কোমলতার গুরুত্ব ভুলে যাই।

কিন্তু এই শব্দটির আসলে অর্থ কি?

কোমলতা হল মনের একটি অবস্থা যা আমাদের নিজেদের এবং অন্যদের প্রতি আমাদের মনোভাবের মধ্যে প্রকাশ পায়। এটা ছোট মনোযোগ, মৌখিক। সমর্থন, উদ্বেগ এবং সাধারণ মানুষের উষ্ণতা হতে পারে। কোমলতা আমাদের জীবন মনোভাব পরিবর্তন করতে পারে, 

উজ্জ্বল এবং আরো আনন্দদায়ক করে তুলতে পারে।

আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে কোমলতা দুর্বলতা নয়, বরং বিপরীত এটা শক্তি ও ভেতরের শক্তির প্রদর্শন। যে ব্যক্তি কোমলতা এবং সহানুভুতি। দেখাতে পারে শুধুমাত্র সেই ব্যক্তিই প্রকৃতপক্ষে এই বৈশিষ্ট্যগুলির মূল্য বুঝতে এবং প্রশংসা করতে পারে।


মালিকহীন সদ্যরচিত সত্য

ভর সন্ধ্যায় পায়ে পায়ে এগিয়ে আসা তেলাপোকা 

নগ্নপায়ে তাকিয়ে আছে নির্জন লাল বারান্দায় 

বাকীটা পাঠকের উপলব্ধি বিরহ হচ্ছে লুকোচুরি 

মনে মানে এক লাইন গদ্য - তার একটি রাস্তা

সব দেখা এক সময় শেষ হয়

সব রাস্তা কারো না কারো কাছে পৌঁছায়। 

 

জনৈক সাংবাদিক দেখে মর্দা একা-পাঠক হাসে

কী তৈরি হচ্ছে - শিল্পের আঁধার ঘর থেকে!

কবিতার খোঁজে টালমাটাল মধ্যরাতে তুমি একা

দেখলাম হঠাৎ ছন্দকে কিছু কথা বলে দেই,

অবাক হবার পালা- গাঢ় আমন্ত্রণ 

মুহূর্তেই মনে পড়ল- মালিকহীন সদ্যরচিত সত্য।

 

সত্যি সত্যি নিঃসঙ্গ  দরোজা হয়ে যায় মুগ্ধ চতুর্মুখী

একা চলার পদধ্বনিও সভ্যতার জবানবন্দি, 

ঠাট্টা নয় কন্ঠে কন্ঠে গর্জে উঠবে গলাছাড়া গান।

বসন্তের উজ্জ্বল পথগুলি কখনও ভুতুড়ে দুপুর হয়

নিজের দিকে একটু ঘুরে সুযোগ বুঝে পথ চলা;

মরি যুদ্ধে, ক্লান্ত দন্ধে,স্বপ্ন লিখি নানা ব্রতে দৃশ্যের মিছিলে।


কলিংবেল

চারদিকে ছড়ানো বিক্রেতা জানা,অভাবিত।

ভয়ঙ্কর নয়,আদর করছে হাত বুক মাখামাখি 

সত্য,মিথ্যা, সৃষ্টি , কৃত্রিম বুদ্ধিমত্তা ভরপুর 

কলিং বেলের মত- যেই টিপুক একই রকম বাজে। 

 

কবিতা,তুলোর বিড়াল, জনপ্রিয়তা,উত্থান পতনের রাজপথে 

অলি গলির অলৌকিক অলিখিত মেরুদন্ড।

ভাঙ্গা, নষ্ট,হাঁটুর ভিতর মুখ গুঁজা অচল মাল

ব্যাটারী ছাড়াই চালু করতে পারে ছালমা হোটেলের থাপ্পড়। 

 

পর্যাপ্ত বসন্ত,গলার কাটা ছাড়ায় মিথ্যা পল্টি দিয়ে 

জীবনের সাধ, সাধ্যের কথা- চামড়ার মুখ যথেষ্ট।

বুদ্ধি আর ইন্জ্ঞিনের ঘর্ঘর শব্দ মিল পাই

নিন্দেই করছি- সমালোচনাই নাকি কাজের স্বীকৃতি। 

 

অদৃশ্য কলিংবেলটা শহর জুড়ে বাজছে দমকলের মত

সত্য নীরবতা ধারণ করছে সর্বত্র।

থামুন,ঠেসে ধরুন -ছিনিয়ে নিচ্ছে মাথা আপাতত

যখন আয়না ধরবেন, কলিংবেল কী স্পষ্ট বাজবে?



অলংকরণঃ তাইফ আদনান